বিশেষ প্রতিনিধি, বগুড়া:

বাল‍্যবিয়ে, মাদক, সন্ত্রাস ইভটিজিং ও করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে‍ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ ও কোলগ্রাম যুবসমাজের আয়োজনে এক মতবিনিময় সভা ও মাক্স বিতরন করা হয়েছে।

করোনা সচেতনতা সৃষ্টি ও মাক্স বিতরণ অনুষ্ঠান সোমবার বিকেল ৪ টায় সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব হাসান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, লাইট হাউস এনজিওর সমন্বয়কারী সালমা আক্তার প্রমুখ। কোলগ্রাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ছয় শতাধিক লোকের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।

এসময় দুপচাঁচিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই রাসেল, এসআই রাশেদ ও এএসআই রতন সহ অন্যান্য পুলিশ সদস্যরাসহ, জাতীয় অনলাইন প্রেসক্লাব দুপচাঁচিয়া শাখার সভাপতি মোসাব্বির হাসান মুসা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে