বিশেষ প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় বন্ধন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শীতবস্ত্র ও অটো ভ্যান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম রব্বানী মহলদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক।যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার। অনুষ্ঠানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও একটি গরিব পরিবারের নিকট অটো ভ্যান গাড়ি বিতরণ করা হয়।