নিজস্ব সংবাদদাতা,রাজারহাট, কলকাতা :

গত ১০ এপ্রিল, সৃষ্টির সন্ধানে ফেসবুক গ্রুপের তরফ থেকে, ISBN নাম্বার যুক্ত বই প্রকাশ করা হলো “স্বপ্নের সপ্তর্ষি”।

সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কর্মসূচি রাখা হয়েছিল কতৃপক্ষ তরফ থেকে।সম্পূর্ণ অনুষ্ঠানটিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রচেষ্টা হিউমান সোসাইটি ট্রাস্ট । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও কবি এবং কলকাতা ঢাকা মৈত্রী পরিষদের সম্পাদক ড. মহীতোষ গায়েন ও বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শ্রী রণজিৎ কুমার মন্ডল। পত্রিকা সম্পাদক শ্রী রাজীব দত্ত তার তত্ত্বাবধানে আরও ছয়জন লেখক-লেখিকার সমন্বয় এই বই বইয়ের শুভ সূচনা করেছেন। এই বইতে লিখেছেন – ডিটু বারুই , সংহিতা চক্রবর্তী, সুস্মিতা ঘোষ, শর্মিষ্ঠা মুখার্জি, শুভাশিস বিশ্বাস,ও চন্দ্রদ্বীপ দাস ।

এছাড়াও ফেসবুক গ্রুপের তরফ থেকে ইভেন্টের আয়োজন করা হয়েছিল এই ইভেন্টের প্রত্যেক স্থানাধিকারী দের পুরস্কার দেওয়া হয় সেদিন ওই মঞ্চ থেকে । এবং সেইসঙ্গে প্রত্যেক লেখক লেখিকাদের সম্মাননাপত্র এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। ইতিমধ্যে প্রকাশিত বই “স্বপ্নের সপ্তর্ষি” কলকাতার কলেজস্ট্রিট এবং সারা বিশ্বের অনলাইন প্লাটফর্ম ফ্লিপকার্ট এর মাধ্যমে পাওয়া যাচ্ছে। পত্রিকার সম্পাদক শ্রী রাজীব দত্ত জানিয়েছেন আগামী দিনেও তারা আরো নতুন নতুন বই মানুষের স্বপ্ন, মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ করবে সকলের সাথে সকলের মিলবন্ধনের তৈরি করার জন্য । এবং সেই সঙ্গে তিনি নতুন লেখক লেখিকাদের আহ্বান জানিয়েছে নতুন নতুন কাজ করার জন্য নতুন নতুন বই প্রকাশ করার জন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে