ক্রীড়া ডেস্ক:
লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের গোলে নিসকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে পিএসজি।
পার্ক দেস প্রিন্সেসে শনিবার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে পিএসজি। তবে চ্যাম্পিয়নদের সামনে প্রথম সুযোগ আসে ১২তম মিনিটে। নেইমারের বাড়ানো পাস মেসি শট নিলেও বেরিয়ে গোলবারের পাশ দিয়ে।
পরের ১৫ মিনিটে বলার মতো কোনো আক্রমণই হয়নি। ২৭তম মিনিটে ডি বক্সের বাইরে নেইমারকে ফেলে দেন দান্তে। তাতে ফ্রি কিক পায় পিএসজি। সেই ফ্রি-কিককেই বাঁ পায়ের শটে গোলে পরিণত করেন মেসি। লিগে এটি তার পঞ্চম গোল। সরাসরি ফ্রি-কিকে মেসির গোলের সংখ্যা হলো ৬০টি, পিএসজির হয়ে প্রথম।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় নিস। ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড লাবোর্দে। আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারানোর চোখ রাঙানি যখন পিএসজির সামনে, ত্রাতা হয়ে আসেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন তিনি। তাতেই নিশ্চিত হয় পিএসজির ৩ পয়েন্ট।
৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই। ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে নিস।