স্টাফ রিপোর্টার: পদ্মায় প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৪টি ফেরির মধ্যে নয়টি বন্ধ রাখা হয়েছে। ঈদুল আজহা সামনে রেখে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আজ মঙ্গলবার সকালে ছোট-বড় মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ঘাট এলাকায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এ নৌপথে যাত্রীদের চলাচলের জন্য ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করছে।
বিআইডব্লিউটিসির মাওয়ার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, নদীতে প্রবল স্রোত ও ময়লা-আবর্জনা ভেসে আসায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শক্তিশালী পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় সাড়ে চার শতাধিক যানবাহন রয়েছে। ১৪টি ফেরির মধ্যে ডাম্প ফেরি পাঁচটি, কে টাইপ তিনটি ও রো রো একটি বন্ধ রয়েছে।