ক্যারিয়ার জুড়েই চোট সঙ্গী করে পথচলা নেইমার জুনিয়রের। তবে সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে তার বন্ধুত্বটা আরো গাঢ় হয়েছে! লম্বা সময় ধরে অনিয়মিত নেইমার গতকাল আরেক দফা চোট কাটিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ফেরার ম্যাচটি রাঙাতে পারলেন না। টাইব্রেকারে হেরে ব্রাজিলিয়ান কাপ থেকে ছিটকে গেল তার দল সান্তোস।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও সান্তোসের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দ্বিতীয় লেগে গতকাল বৃহস্পতিবার গোল করতে পারেনি কোনো দলই। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ গোলে হেরেছে নেইমারের দল।
গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লিগে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে চোটে পড়েন নেইমার। ভিলা বেলমিরোতে তার শততম ম্যাচ ছিল সেটি। কিন্তু মাইলফলকের ম্যাচে প্রথমার্ধেই উরুর চোটে পড়েন। এরপর কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন এই তারকা।
সেই চোট কাটিয়ে গতকালের ম্যাচ দিয়ে ফিরলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর নেইমারকে মাঠে নামান কোচ। অবশ্য ভালো দুটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে তা কাজে লাগাতে পারেন কেউই। শেষদিকে তিনি নিজেই একটি দারুণ শট নিয়েছিলেন, কিন্তু গোলকিপারকে ফাঁকি দিতে পারেননি
টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তার দল।