সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকার জোবেদ আলীর স্ত্রী পাঁচ সন্তানের জননী লাইলী বেগম ( ৫০) মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুর আমিনসহ স্থানীয়রা জানান, লাইলী বেগম দীর্ঘ দিন থেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজে আবার তাকে বাড়িতে নিয়ে আসেন।
একপর্যায়ে সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির লোকজনের অগোচরে শয়ন কক্ষের পাশে গোলা ঘরের আড়ের সাথে রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।