সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাক মোড় হতে নিজ পেটে ও পায়ে বিশেষ কায়দায় বেঁধে মোট ৯ পোটলায় ১০ কেজি গাঁজা পরিবহন কালে আসামী মোছাঃ অলেদা বেগম (৫০) , মোছাঃ খাদিজা বেগম(২৫) ও মোছাঃ বৃষ্টি বেগম দের আটক করা হয়।
মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ঠাকুরপাঠ হতে বালারহাট যাওয়ার পাকা রাস্তার উপর আসামী মোছাঃ মোমেনা বেগম (৫৫) ও মোছাঃ শাহিনা (২৮) তাদের পায়ে বিশেষ কায়দায় বাধা অবস্থায় মোট ৮টি ছোট বড় পেটিতে মোট ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা পরিবহন কালে তাদেরকে আটক করা হয়।
মামলা রুজু করে আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।