সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চাতরার দোলার পানি নিষ্কাশনের জন্য ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন কুড়িগ্রাম দুই আসনের এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল ও কুড়িগ্রাম লালমনিরহাট বিএডিসির নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ আলতাফ।
মঙ্গলবার ৩ মার্চ বিকালে তাঁরা চাতরার দোলা পরিদর্শন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম শোহেল, ফুলবাড়ী উপজেলার এমপি প্রতিনিধি হারুন অর রশীদ হারুন, মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন,মধ্য নওদাবস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক বসুনিয়া,স্বাস্থ্য বিষয়ক এমপি প্রতিনিধি মইনুল হক,উপজেলা জাতীয়পার্টি সদস্য লেবু মিয়া প্রমুখ।