আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্যবহার করা একটি ফিলিস্তিনি চেকপয়েন্ট ভেঙ্গে দিয়েছে ইসরাইলি সেনারা । বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে।
খবর বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ওই চেকপয়েন্টটি স্থাপন করেছিল। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে গত ২৪ ঘণ্টার মোট ৪৬৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে আর নতুন করে মৃত্যু হয়েছে আরো তিনজনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। তথ্যে আরো প্রকাশ, এ পর্যন্ত মোট ৮ হাজার ৩৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৫ জন। আরো ৪০ জন রোগী বর্তমানে আইসিইউ ইউনিটে রয়েছেন।
এদিকে, ইসরাইলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে একজন ফিলিস্তিনি ব্যক্তিকে আহত করেছে বলেও ‘ওয়াফা’ জানিয়েছে। জানা যায়, ইসরাইলি সৈন্যরা আন্দোলনকারীদের ধরতে জেনিন শহর ও শরণার্থী শিবিরে সোমবার সকালে ব্যাপক অভিযান চালায়। এ সময় দখলদার বাহিনী ওই অঞ্চলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালালে একজন পায়ে গুলি লেগে আহত হন।
পরে ইসরাইলি আক্রমণকারী সৈন্যরা শহর ছেড়ে যাওয়ার আগে দুজনকে গ্রেফতার করে এবং চেকপোস্টটি ধ্বংস করে দিয়ে যায়। মহামারি পরিস্থিতিতেও ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘ কয়েক দশক ধরে করা ফিলিস্তিনিদের নির্যাতন চালিয়ে যাচ্ছে। পূর্ব জেরুসালেমেও একই পরিস্থিতি বিরাজ করছে।
বি’সেলেমের তথ্য অনুযায়ী, ইসরাইলি সৈন্যরা মহামারির মাঝেও গত মাসে ৮৪ শিশুসহ ১৫১ জন ফিলিস্তিনিকে গৃহহীন করেছে। সূত্র : মিডল ইস্ট মনিটর।