নিজস্ব প্রতিবেদক:

অতিমারী করোনা থেকে মানুষকে রক্ষায় প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই মহামারী থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবারো আহ্বান জানান তিনি। আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব সতর্ক করেন।

এ সময় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রশাসনের নতুন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কথা মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ যেন অবহেলিত না থাকে, সেজন্য যে যে পরিকল্পনা নেয়া দরকার তা হাতে নিয়েছি।

তিনি আরো বলেন, প্রশাসনের কর্মকর্তাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে দক্ষতা দরকার, তা অর্জনে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের জন্য আপনাদের কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় এ দেশ স্বাধীন হয়েছে তাই এদের সবার দেশের উন্নয়নের সবাইকে এগিয়ে আসতে হবে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি এদেশে ঠাঁই  হবে না।

মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ নিয়ে দেশকে গড়ে তুলবেন। করোনাভাইরাস এখন মহামারি আকারে দেখা দিয়েছে, আমরা কিছু নির্দেশনা দিয়েছি, ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নিতে হলেও  মানুষকে বাঁচানোর জন্য আমরা তা নেব। আপনার এব্যাপারে সতর্ক থাকবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন। নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মানুষ রাতে মানে সে দিকে খেয়াল রাখবেন। সমগ্র দেশবাসী সবাইকে বলব প্রত্যেকে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে