ভারতের মালদা জেলার কবি’র কবিতা
প্রেমের বেলা- অবেলা
মিজানুর রহমান
প্রেমময় জীবন যেন,
মনে হয় তৃপ্ত অমৃত সুধা।
বেলা প্রহর গুনিছে ,
ঢলিয়া আসিছে প্রেমের সুধা
প্রেম বিনে নাহি বেলা অবেলা।
প্রেম বিনে ভাব নাহি,
নাহি শঙ্খিনী,
প্রেমের বেলায় শত কম্পিত হৃদয় ধ্বনি,
যেন প্রেমের অবেলা।
প্রেমের অবেলায় নাহি মানে মন,
যেন মানিতে চাহে বেলা,
বেলা-অবেলায় হয়ে যায় প্রেম,
মানি তে নাহি বেলা।
প্রেমের বেলায় তোমায় দেখে জাগে,
মনে শত আশা
নাহি চাই প্রেমের অবেলা।
তোমার সেই চিলতে হাসি তে,
যেন ফিরে পাই প্রেমের বেলা,
বেলা যেন নাহি চাই অবেলা।
প্রেমের বেলায়,
তুমি এত কেন মোহময়ী?
যেন মনে হয় প্রেমের জোয়ারে,
জ্যোৎস্নাই নিমজ্জিত,
এক মুক্তা মনি।
চন্দ্রের এই চাঁদনীর ,
মত কি ক্ষণস্থায়ী?
প্রেমের বেলা অবেলা।
অপরূপ সুন্দর অসাধারণ