প্রেমের উপাখ্যান
মহীতোষ গায়েন
একটা প্রেম মরে গেলে হাজার
প্রেমের জন্ম হবেই,
হাজার প্রেমের মৃত্যু হলেও
একটি প্রেম শাশ্বত কাল
অমরত্ব পাবে একথা জেনে
গেছে মহাকাল।
একথা জানার জন্য তোমাকে
প্রেমিক হতে হবে,তোমাকে
প্রেমিকা হতে হবে,ভালোবাসতে হবে
আকাশ,বাতাস,পাখি,গাছ,ফুল ও নদীকে
তাদের বন্ধু হতে হবে,মিশতে হবে অসহায়
নিরন্ন মানুষের সাথে,তোমাকে আগুন হতে হবে,
মেঘ ও বৃষ্টি হতে হবে,আগে তোমাকে নত হতে
হবে,হতে হবে মানবিক, উদার ও সহনশীল।