প্রিয় কবিকে স্মরণ
🖋রাজ কালাম
তুমি নেই এই সুন্দর ভবে,
যদি থাকতে; থাকতাম তোমার পিছু পিছু,
ছেড়ে চলে গেছ সেই কবে।
সান্নিধ্য পাইনি, নিতে পারিনি কিছু।
তোমার প্রতিটি লিখনিতে উদ্দিপনা,শক্তি,
গতি,স্পৃহা,পণ,প্রতিজ্ঞা,ধ্যান,
বিদ্যমান যারনিমিত্তে তোমাতে এতো ভক্তি।
তোমার লিখনি বাড়ায় সাহিত্য জ্ঞান।
তোমার জন্ম-মৃত্যু মাত্র দুটি দিন!
কোনরকমে সাদামাটাভাবে করি তোমাকে স্মরণ,
কিভাবে আসবে সাহিত্য অঙ্গনে সুদিন!
তোমার উপহারগুলো মনেপ্রাণে না করি বরণ।
আজ করছি স্মরণ প্রিয় কবি,
করছি স্মরণ তোমার দেওয়া দীক্ষা,
সামাজিক গণমাধ্যম জুড়ে তোমারই ছবি।
আঁকড়াতে চাই তোমার দেওয়া শিক্ষা।