প্রিয়তমা
শ্রী রাজীব দত্ত
ওগো প্রিয়তমা
করতে পারিনি হয়তো ক্ষমা।
তবুও এখনো ইচ্ছে জাগে মনে
একাকিত্বের সংগোপনে।
যদি এমনটা হত
আজ থেকে অনেক বছর পরে
নির্জন গলিতে তোমাতে আমাতে দেখা।
তুমি এক প্রান্তে আমি এক প্রান্তে
দুজন দুজনাতে বড় একা।
সময়ের ব্যবধানে স্মৃতিগুলো সবই নষ্ট
হৃদযন্ত্র বাড়তো হয়তো
অনেক বেদনা আর কষ্ট?
নয়নের অশ্রুগুলো
হয়তো অঝোর ধারায় বহিবে ।
তবু দূরত্ব একই রহিবে।
হয়তো সব বাধা-বিপত্তিকে উৎখাত করে
মন চাইবে আবার মিলন।
বুকেতে মাথা রেখে ভেসে উঠবে পুরনো স্মৃতি।
যেখানে শেষ করেছিল আমাদের
সমস্ত সম্পর্কের ইতি ।
থাক এগুলো শুধু কল্পনাতেই
ভেসে চলেছি তো এতদিন তোমার সাজানো জল্পনাতেই।