মোংলা প্রতিনিধি:
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,উপজেলার চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তৃতায় সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন,মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীকেই দল থেকে মনোনায়ন দেয়া হবে। এজন্য দলকে প্রথমে প্রস্তুতি নিতে হবে। প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে সিটি মেয়র সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি’র পক্ষ থেকে মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের মাঠে করোনায় কর্মহীন ৭০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।