নিজের ক্যারিয়ারের এখন পর্যন্ত পুরো সময় কাটানো প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ছয়বার ব্যালন ডি’অর জয়ী ৩৩ বছরের এ ফুটবল তারকা বার্সেলোনা ছাড়তে ক্লাব কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছেন।

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, বার্সেলোনা ছাড়তে মঙ্গলবার (২৫ আগস্ট) ক্লাব কর্তৃপক্ষের কাছে একটি ফ্যাক্স পাঠিয়েছেন মেসি। চিঠিতে চলতি গ্রীষ্মে বিনামূল্যে ক্লাব ছাড়তে অনুমতি চেয়েছেন তিনি।

২০০০ সালে যুব খেলোয়াড় হিসাবে বার্সেলোনা যোগ দিয়েছিলেন মেসি। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে মেসির চুক্তি রয়েছে। তবে গত ১৪ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ অপমানজনক পরাজয়ে পর মেসির অসন্তুষ্টির গুজব ছড়িয়ে পড়ে এবং মেসি তার প্রাণের ক্লাব ছাড়ছেন বলেও ফুটবল বিশ্বে আলোচনা ছড়িয়ে পড়ে।

এখন অপেক্ষার পালা শেষ পর্যন্ত কি হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে