নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট সব দুর্যোগ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্ব স্বীকৃতি অর্জন করেছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১১০টি বন্যা বহুমুখী আশ্রয় কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম ও তথ্য কেন্দ্র এবং ৫টি মুজিব কিল্লা উদ্বোধন ও ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তার স্থাপন উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক কারনেই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। জাতির পিতা দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থা নিলেও পঁচাত্তর পরবর্তি সরকারগুলো এ বিষয়ে ছিলো উদাসীন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে থাকতে যেমন, তেমনি বিরোধী দলে থাকার সময়ও প্রতিটি দুর্যোগেই মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের দক্ষতার করণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে বলে জানান শেখ হাসিনা।
গাইবান্ধা, নোয়াখালী ও বরিশালের তিনটি উপজেলার জনপ্রতিনিধি ও উপকারভোগী মানুষের সাথে এসময় মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।