প্রশাসন ক্যাডারের ৯৭ জন যুগ্ম সচিব এবং বিদেশে মিশনে কর্মরত এক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। এবারের পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ১৩তম ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের ৯৭ কর্মকর্তাকে (যুগ্ম সচিব) পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদে নিয়োগ করা হলো। অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. মেহেদী হাসানকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।
ওই কর্মকর্তাদের জনপ্রশাসনে বদলি করা হলেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।
প্রশাসনে অতিরিক্ত সচিব পদে অনুমোদিত পদের সংখ্যা ১৩০। বর্তমানে অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন ৫১৩ কর্মকর্তা। আর এ পরিস্থিতিতে ৯৮ জনকে অতিরিক্ত সচিব করা হলো। এর ফলে এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ৬১১।
সঙ্গতকারণে পদ না থাকায় পদোন্নতি পাওয়া অধিকাংশ কর্মকর্তাকে আগের পদেই (ইন সিটু) কাজ করতে হবে অথবা ওএসডি থাকতে হবে।
এর আগে গত বছরের ২৩ অক্টোবর প্রশাসনে অতিরিক্ত সচিব পদে ১৫৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল। তবে গত ৩ সেপ্টেম্বর অর্থনৈতিক ক্যাডারের ২৫ জন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।