তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি, ভারত:

আজ প্রয়াত সমাজসেবী ও শিক্ষানুরাগী ধীরেন্দ্রনাথ ভঞ্জ-র একাদশ মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রক্তদান শিবিরের আয়োজন করে বাকচা বিবেকানন্দ জনসেবা কেন্দ্র।

একেবারে অজ পাড়াগাঁয়ে সাধারণ তপশীল পরিবারে জন্ম গ্ৰহণ করলেও নিজ চেষ্টায় আর রামকৃষ্ণ মিশনের আশীর্বাদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেসময় যেকোন সরকারি চাকরি তিনি পেতে পারতেন। কিন্তু মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজকে তিনি জানান যে, নিজের গ্ৰামে একটা স্কুল গড়ে তুলতে মনস্থ করেছেন। সেকাজে যেন মহারাজ যথাযথ সাহায্য করেন। এভাবেই শুরু হয় গ্ৰাম গঠনের কাজে বিবেকানন্দ জনসেবা কেন্দ্র এবং শিক্ষার প্রসারে স্কুল প্রতিষ্ঠার অভিযান। সংগঠক হিসাবে প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন তিনি। ধীরে ধীরে আবাসিক ব্যবস্থা সহ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। পাশাপাশি চলতে থাকে শিক্ষকতা ও সমাজসেবার কাজ। তাঁর জীবন ও কর্মের সঙ্গে বিশেষ ভাবে জড়িয়ে আছে রামকৃষ্ণ মিশন ও স্বামী লোকেশ্বরানন্দ।

তাঁর স্মৃতির উদ্দেশ্যে আজ এলাকার ৭৩ জন ছাত্র যুবা রক্ত দান করেন। স্মরণসভায় পৌরোহিত্য করেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী অভয়া দাস। স্মৃতি চারণা করেন প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বপ্না পট্টনায়ক, শিক্ষক অমূল্য চরণ বর্মন, বিষ্ণু পদ খালুয়া, সেবা কেন্দ্রের সহ সম্পাদক কনককান্তি বাড়ই, সৌমেন ভঞ্জ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মৃণাল সামন্ত, শচীন মন্ডল, সুদর্শন জানা, সন্দীপ দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে