প্রবাসীনি

…. শাহরিন সুলতানা

একি ভরসায়!
ভ্রমন আশায়
হহিনু দেশ হারা
ভোর দুপুরে
ঝোপে ঝাড়ে
তার কুড়াই,
ফল চুরাই।
নূপুর পায়ে টগবগিয়ে ধাই,
মেঠো পথে ধুলো উড়াই।

দুঃখ কষ্ট মন ব্যাথা,
অবহেলিত পত্রে গাঁথা।
আপন ইচ্ছায় যেথা সেথা,
মস্ত স্বাধীনতা
তাহা আর নাই।

ব্যবসায় পর্যটক
ভ্রমনে গায়
দেখি আমায়
পটাইল ঘটক
মোটা টাকায় ।
মা বাপের হাল
ইহা কনের কপাল
হইলাম বিদায়।

বিদেশ গমন
সব ছাড়ি
কত গ্রাম পাড়ি
শঙ্কায় শঙ্কায় ভ্রমন
পালকি যায় দিশায়।

এ ক্রোধে
জাগিলাম বোধে
এই যাত্রায়।
নূতন দেশে নূতন সাজে
সবি বেমানান
কর্নে বাজে
দেশের শত স্ম্লান
আনমনে শাসায়।

পান্তা ইলিশ সকাল সকাল
কেউ তো খায় না
শুঁটকি মাছ একাল
কেউ তো চিনে না।

টাকাই বড়
নয় ক সব হাজার কোটি কোটি
আশায় আশায় প্রীতির আরো
ভাষায় বড় ত্রুটি
সময় ধায় বাসনায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে