স্বাগতা অধিকারী, বিশেষ প্রতিনিধি, কলকাতা:

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্টি হয়েছে নিম্নচাপের। আর তার জেরেই বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের বৃষ্টিতেই কলকাতার বেশ কিছু জায়গায় জল জমতেও দেখা গেছে।

ইয়াসের ফলে বুধবার তেমন ঝড় বৃষ্টি না হলেও বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি শুরু হয়। এদিন সকালের দিকে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যায়। তবে দুপুর থেকে আকাশ কালো হয়ে আসে এবং সেই সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি । কলকাতায় জল বাড়ার আশঙ্কায় পুলিশকে সতর্ক করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী।

বুধবার ইয়াস এবং ভরা কটালের কারণে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন হয়। কলকাতার সমস্ত লকগেট খুলে দেওয়ায় জল বেশ কিছুটা নেমে গেলেও এদিনের প্রবল বৃষ্টি জল জমার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার সকালের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে কলকাতার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। কয়েক দিনের মধ্যে ফের জল জমার আশঙ্কায় শহরবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে