খুলনা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, করোনাকালীন
সময়ে গোটা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দেশের অর্থনীতিকে সচল রেখেছে।
সরকার একদিকে লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধ করার ব্যবস্থা করছে। অন্যদিকে ভ্যাকসিন প্রদান করার মাধ্যমে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করছে।
লকডাউনকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ-অসহায় মানুষদের সর্বাত্ত্বক সহযোগিতা করে যাচ্ছেন বর্তমান সরকার। আমি চাই আমার নির্বাচনী এলাকা তেরখাদা, রূপসা, ও দিঘলিয়ার গরীব দুঃখী মানুষ যাতে অভুক্ত না থাকে। তার জন্য আমি আমার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখব।
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে ২ শতাধিক গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের গরিব-অসহায়দের মাঝে নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, এমপি সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি, সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আকতার ফারুক,নাজির হোসেন,মামুন শেখ,বাদশা মিয়া, জসিম সরদার,হামিদ খান ভাসানী, তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিয়াজ, রাহা,হিমেল,সোহেল, জাহিদ, ইমরান প্রমুখ।