রাজশাহী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আজ সকাল ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্ব মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এরপর দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন ও সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। কর্মসুচিতে ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
এ সময় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।