কাহালু (বগুড়া) প্রতিনিধি :

ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা কৃষকলীগের উদ্যোগে এক আনন্দ র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার দায়িত্বপ্রাপ্তনেতা ও বগুড়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান তুষার, জেলা কৃষকলীগনেতা মাহমুদ খান ডন, হেলাল উদ্দিন, আব্দুল কাদের, কাহালু উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, কৃষকলীগনেতা শাহিদুল ইসলাম, সুমন দাস, শফিউল্লাহ, মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল কাদের, মোমেনা বেগম, জালাল উদ্দিন, ছেলিম,আব্দুস ছালাম, মতিউর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে