মোংলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর চাচী ও বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এম পি এর মাতা রিজিয়া নাসেরের আশুরোগ মুক্তির কামনায় মোংলায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার আছরের নামাজ এর পরে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এর আয়োজনে মোংলা পৌরসভা ও উপজেলার অনেক মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।এছাড়া মন্দির ও গীর্জায়ও রিজিয়া নাসেরের আশুরোগ মুক্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এর আয়োজনে মোংলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর চাচী ও বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এম পি এর মাতা রিজিয়া নাসেরের আশুরোগ মুক্তির কামনায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে৷
এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন। মোংলা উপজেলা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন,৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃশাকিল হোসেন মোংলা পৌর আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি শেখ আঃ রহমান।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।