রূপসা প্রতিনিধি :
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা-কে নিয়ে কথিত ছাত্রদল নেতা কর্তৃক কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য প্রদান করার প্রতিবাদে রূপসা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল গত ২৪ মে বেলা ১২ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাবেশে  বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, সৈয়দ মোরশেদুল আলম বাবু, এস এম হাবিব, আক্তার ফারুক, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, প্রভাষক মোঃ ওয়াহিদুজ্জামান, আকলিমা খাতুন তুলি, সারমিন সুলতানা রুনা,
 নাজমুল হুদা অঞ্জনের সভাপতিত্বে এবং শাফিরুল ইসলাম হিমেল এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলাছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভীর, আঃ মান্নান, মো. ইলিয়াস সেখ, সরদার জসিম উদ্দিন, সুব্রত বাকচী, হামিম কবির রুবেল, ইমন গাজী, শারাফাত হোসেন উজ্জল, রঞ্জু হালদার, মোঃ রবিউল ইসলাম, খাইরুজ্জামান সজল, শাকিব খান, কৃষ্ণ কুমার শীল, হোসনে আরা পারভীন হেনা, আসমা বেগম, আরিফুল ইসলাম কাজল, হুমায়ুন কবির, এস এম রিয়াজ, রুদ্র নীল শুভ, মোল্লা রুবেল, আবির হোসেন হৃদয়, সোহেল রানা, ওয়াজ কুরুনি বাবু,  আবরার আসিফ বিশ্বাস, সাব্বির, জিহাদ, জজ সরদার, কাজল, মেহেদী,  মোঃ রাসেল শেখ, তামিম হোসেন, আবির, নোমান, মনা, তাইন, দুলাল, সাব্বির, সজীব, জুবায়ের, জনি, রিফাত, হাসান, মানিক, রিয়াজ, আজমাইন, রকি, নাঈম, পূজা, তানিয়া, তাসনিয়া জিসান তনয়া, ফাতেমাতুজ তেশা, বর্ষা রানী সেন, তাসলিমা আক্তার, শ্রাবণ অধিকারী, ফারহানা চৈতি প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে