আনুষ্কা শর্মা ও বিরাট কোহলির জীবনে আসছে নতুন অতিথি। আসন্ন আইপিএল শুরুর আগেই ভক্তদের এমনই সুখবর জানালেন বিরাট কোহলি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে অনুষ্কার বেবি বাম্প-এর ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার সকালে দম্পতির যুগল ছবি পোস্ট করে বিরাট জানান, “২০২১-এর জানুয়ারিতে পরিবারে নতুন অতিথি আসছে। দুই থেকে তাঁরা এবার তিন জন হবেন।’’
এদিকে, প্রথম সন্তানের অপেক্ষায় বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই থেকে বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। বিরাটকে সেকেন্ড ইনিংসের শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন- হরভজন সিং, যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, উমেশ যাদব, ইশান্ত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, ঋদ্ধিমান সাহা থেকে ক্রিস গেইল, ফ্যাফ ডু প্লেসিস, কেভিন পিটারসনের মতো ক্রিকেট তারকারা। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৭-র ডিসেম্বরে ধুমধাম করে ইটালিতে বিয়ে সারেন আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। তার পর থেকেই তাঁদের দাম্পত্যের রসায়ন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে চলমান মহামারি আর লকডাউনে মুম্বাইয়ের বাড়িতে নিভৃতবাসে ছিলেন দু’জন। এই করোনাকালে হাই প্রোফাইল দম্পতির খুনসুঁটির একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে বিরুষ্কার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সৌজন্যে।
নিভৃতবাসে থাকার সময় আনুষ্কার বলিউডি প্রশ্নে ‘বোল্ড’ হয়েছিলেন বিরাট। আবার কেক বানিয়ে আনুষ্কার জন্মদিন পালনের কথা নিজেই জানিয়েছিলেন ভারত অধিনায়ক। এর পাশাপাশি নিজেদের ফিট রাখার জন্য শরীর চর্চার ছবি তো ছিলোই।
এ সব চলতে চলতেই সংসারে নতুন অতিথি আগমনের খবর বৃহস্পতিবার ভক্তদের জানালেন তাঁরা। এ বার নতুন বছরে নতুন অতিথির অপেক্ষা। দিন গুণছে ক্রিকেট আর বিনোদনের দুনিয়া।
সূত্র- জিনিউজ।