প্রতিবেদক:

প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেল ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে তিনি ও তাঁর ছোট বোন শেখ রেহানা টিকিট কেটে ট্রেনে ওঠেন।

তাদের বহনকারী ট্রেনটি রাজধানীর আগারগাঁও স্টেশনে এসে থামে।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ দুই শতাধিক অতিথি ছিলেন। তারাও টিকিট কেটে প্রথম মেট্রোরেল ভ্রমণ করেছেন। এর আগে উত্তরার দিয়াবাড়ি স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে স্বপ্নের মেট্রোরেল যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No description available.

মেট্রোরেলে প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর ভ্রমণসঙ্গী হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাককর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এর আগে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পরে দুপুর দেড়টায় মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে গিয়ে ফটোসেশনে অংশ নেন। এরপর সেখানে বৃক্ষরোপণ করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। অর্থ পরিশোধ করে মেট্রোরেলের টিকিট কাটেন তিনি। এসময় শেখ রেহানাও টিকিট কাটেন।

পরে একে একে দুই শতাধিক সফরসঙ্গী টিকিট কাটেন। দুপুর ১টা ৫৩ মিনিটে উত্তরা স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে মেট্রোরেলে চড়ে রওয়ানা হন প্রধানমন্ত্রী ও তার ভ্রমণসঙ্গীরা। দুপুর ২টার ১০ মিনিটের দিকে আগারগাঁও স্টেশনে নামেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে