প্রথম দেখা
রাজ কালাম

তোমাকে আমি প্রথম
দেখেছিলাম যেদিন,
তোমার প্রেমে
পড়েছিলাম আমি সেদিন।

হিমেল হাওয়ায় দুলছিল
তোমার বাদামী কেশ,
মনে উঠেছিল তরঙ্গ
মোর অহংকারের হয়েছিল শেষ।

ঘায়েল করা মধুর হাসি
লেগেছিল তোমার দু’ঠোঁটে,
আঘাত হানছিল বারবার
আমার হৃদয় তটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে