ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টারে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ইংল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে দুর্দান্ত ফর্মে থাকার প্রমাণ দিয়েছে স্বাগতিকরা। এই পারফরমেন্স ধরে রেখে ওয়ানডে সিরিজটিও জিততে চায় ইংলিশরা। তাই অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে জয়কে লক্ষ্য করেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে, করোনা ভাইরাসের কারণে বহু দিন পর মাঠে নেমে সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। এই পরাজয়ের ক্ষত মুছে ঘুড়ে দাড়ানোর প্রত্যয় অজিদের। তাই সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবেছে না অ্যারন ফিঞ্চের দলটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে