স্পোর্টস ডেস্ক:
দুই দিন পরই জন্মদিন। তার আগেই সুখবরটা জানালেন সের্হিও আগুয়েরো। ক্লাব ফুটবলে প্রিয় বন্ধুর সঙ্গে কখনো খেলেননি। অবশেষে লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ মিলছে তাঁর।
আজ আনুষ্ঠানিকভাবে আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে টানার ঘোষণা দিয়েছে বার্সেলোনা। মেসি যদি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেন, তাহলে প্রথমবারের মতো ক্লাব ফুটবলে মেসি-আগুয়েরো জুটি দেখা যাবে আগামী মৌসুমে।
৩৩ পূর্ণ করতে যাওয়া আগুয়েরোকে দুই বছরের জন্য দলে টেনেছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁকে নিতে কোনো অর্থ খরচ করতে হয়নি বার্সাকে। দুই বছরের জন্য দলে টানা আগুয়েরোকে যেন অন্য কোনো ক্লাব মাঝপথে লোভ দেখিয়ে টেনে নিয়ে যেতে না পারে, সেটাও নিশ্চিত করেছে বার্সেলোনা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউরো বাইআউট ক্লজ নির্ধারণ করা হয়েছে।