প্রতীক্ষা
মহীতোষ গায়েন

এখনো সূর্য অস্তমিত হয়নি
চরাচরে এখন ভীষণ দুর্বিপাক,
ম্লান আলোয় চেনা মুখগুলো
কেমন অচেনা হয়ে আসে।

ফেলে আসা দিনগুলো
রোমকূপে শিহরণ জাগায়,
স্মৃতির অলিন্দে খেলে
অচেনা সময়, মায়াবী কাল।

সময়ের সারথিরা যূথবদ্ধ;
আবার সুসময় আসবে,
চেনা ছন্দে ফিরবে মধুমাস,
বিজয়-স্মৃতির তাই অম্লান প্রতীক্ষা।

রক্তিম সূর্যের আলোয়
দিগন্তের পথ উন্মোচিত হবে,
চলমান জীবনের আস্বাদনে
প্রত্যয়ী তাই প্রতিরোধী মানুষ।

মরমি করাতে কাটে এই কালবেলা;
সময়ের খেয়া বেয়ে আসবে
সোনালী জীবন,উজ্জ্বল দিন-রাত্রি-দিন,
সুসময়ের পেক্ষায় তাই সমূহ সমাজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে