রাজশাহী প্রতিনিধিঃ
আরএমপির ‘অক্টোবর-২০২০’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আবারো ভাল কাজের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠিত সভায় এই সম্মানে সম্মানিত করে ক্রেস্ট তুলে দেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক।
রাজশাহী শহরকে কিশোর গ্যাং, বাইকার গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এর ধারাবাহিকতায় কাজ করে সফলতা ধরে রাখেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্বারণ চন্দ্র বর্মন।
কাজের মল্যয়ন ও উদ্ভুদকরণ উপলক্ষে অফিসারদের পুরস্কৃত করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। প্রতিমাসে এই অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিটি ভাল কাজে আলাদাভাবে পুরস্কারও দেন কমিশনার।
জানা যায়, সঠিক দিক নির্দেশনা দিয়ে অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন থানা এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলসহ অন্যান্য অপরাধ কম করতে পারায় তাকে প্রতিবারের ন্যায় এবারো শ্রেষ্ট অফিসার ইনচার্জ হয়েছেন।
উক্ত ‘অক্টোবর-২০২০’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশের অভিভাবক পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম, উপ-কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এবং থানার অফিসার ইনচার্জরা।