খুলনা প্রতিনিধিঃ
 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে আজ (বুধবার) দুপুরে শহিদ হাদিস পার্কে একশত অসহায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক।
 ত্রাণ সামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে। করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষকে সহযোগিতা করছে। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ।
 অনুষ্ঠানে মেয়র একশত প্রতিবন্ধীদের মাঝে মাথাপিছু সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি আলু, এক লিটার তেল, সুজি ৫০০ গ্রাম ও এক কেজি লবণ বিতরণ করেন।
 এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে