প্রতিক্ষা
আব্দুল কাদের প্রিয়
অঝর ধারায় পড়িবে বৃষ্টি ভিজিয়ে দেবে মন,
সপ্তবর্ণ জেগে উঠিবে, প্রকৃতি করিবে রজ্ঞন।
সাজবো আমি সাহীর সাজে
উঠবে আবার সানাই বেজে,
এমন দিনের প্রতিক্ষায় কাটাই সময় প্রতিক্ষণ,
একদিন আমার হবেই হবে সৃষ্টির সিদ্ধিমান।
গেয়ে উঠবো মেঘের তালে
ফোটায় ফোটায় শব্দ জ্বলের,
আমার ছন্দে নাচবে ময়ূর
অবিলাসী সব পাখি বনের।
আশায় আশায় থাকি আমি
সেই ক্ষনের অপেক্ষায় চেয়ে,
জানিনা কখন নাচবে এ মন
সেই কাঙ্ক্ষিত শুভক্ষণটি পেয়ে।