প্রকৃত জন্মদিনের কাহিনি
মহীতোষ গায়েন

প্রকৃত জন্মদিন সবাই কি মনে রাখতে পারে?
পারে না,আসলে বহু মানুষ আছে তারা জানে
না তাদের প্রকৃত জন্ম দিনের কথা,তারা জানে
না কখন সূর্য ওঠে কখন অস্ত যায় সূর্য ও সুখ।

এখনো বহু মানুষ জানতে পারে নি ভালোবাসা
কাকে বলে,প্রকৃত ভালোবাসা আদৌ কেউ কি
জানে,প্রকৃত শব্দটি এখন অর্থহীন হয়ে পড়ছে;
পেটের জ্বালা আর বেঁচে থাকার লড়াইয়ে মৃত।

যে মা আজীবন স্বার্থহীনভাবে নিজের সুখ
চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছে অবলীলায়
একাধিক সন্তানের মুখে অন্ন যোগাতে গিয়ে
সে ভুলে গেছে ভারতবর্ষ তার নিজের দেশ।

যে ছেলেটি আশৈশব দারুণ অর্থ সংকটের
মধ‍্যে বেড়ে উঠছে,প্রতিনিয়ত লড়াই করেছে
নিজের ভাগ্যের সঙ্গে,তার জন্মদিন পালন কে
করবে?কে বুঝবে তার হৃদয়ের অনুভূতি,স্বপ্ন?

প্রকৃত জন্মদিন গোপনে পালিত হলো,খোলা
আকাশের নীচে,ফুল,পাখি,গাছ সবাই সানন্দে
শুভেচ্ছা জানালো;প্রেম,ভালোবাসা,সৃজন ও
মননে এখন শুধু চাওয়া পাওয়া শরীর সদৃশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে