প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মিলন কর্মকার, বগুড়া জেলার নন্দীগ্রাম থানার রণবাঘাস্থ রণবাঘা বাজার ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি ও নন্দীগ্রাম সদর ২নং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। একটি কুচক্রী মহলের প্ররোচনায় আজ ৭এপ্রিল,২০২১ তারিখে দৈনিক সমকাল ও অবজারভারবিডি সহ কয়েকটি অনলাইন পোর্টালে “সওজের জমির বিক্রেতা যুবদল কর্মী, ক্রেতা ছাত্রলীগ নেতা ” শিরোনামে সংবাদ প্রকাশ করে আমাকে হেয় করার চক্রান্ত চলছে। যে সংবাদটি প্রকাশ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে দোকানটিকে কেন্দ্র করে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই দোকানটির প্রকৃত মালিক রুপম হোসেন। সেই দোকানে দীর্ঘ ১৪ বছর যাবৎ ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে জহির শেখ কিন্তু প্রায় এক বছরের বেশি সময় ধরে ভাড়া না দিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছে। এমন অবস্থার প্রেক্ষিতে দোকানের প্রকৃত মালিক রুপম হোসেন আমার সহযোগিতা চায় যেহেতু আমি বাজার ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি। তখন আমি জহির শেখকে এই বিষয়ে সমাধান করতে অনুরোধ করলে সে তার ভাগ্নে মোঃ রিয়েল কর্মরত অবজারভারবিডি.কম কে দিয়ে ফোন করিয়ে হুমকি ধামকি দেয় এবং বিভিন্ন পত্রিকায় নিউজ করাচ্ছে যা আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার অনুরোধ করছি অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
নিবেদক
মিলন কর্মকার
সভাপতি
রণবাঘা বাজার ব্যবসায়ী বণিক সমিতি
ও
সভাপতি
নন্দীগ্রাম সদর ২ নং ইউনিয়ন ছাত্রলীগ