পশ্চিম রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা(এফএ এ্যান্ড সিও) জামশেদ মিনহাজ রহমানকে দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি ব্যাক্তিগতভাবে আক্রমণ করে নিউজ করার প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা(এফএ এ্যান্ড সিও) জামশেদ মিনহাজ রহমান।

গত ২২ /০১/২০২১ তারিখে পশ্চিম রেলওয়ে “প্রধান হিসাব কর্মকর্তার যত অনিয়ম” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয় যেখানে উল্লেখ করা হয় আমি রেলওেয়ের ১০ জন কর্মকর্তা ও কর্মচারিকে বদলি করেছি এবং আমি রাত ৩টা পর্যন্ত অফিসে অবস্থান করি,ধূমপান করি এবং আমি কানাডায় অবস্থান করার সময় চাকুরিচ্যুত হই, পরবর্তীতে ফিরে এসে আমি প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করে ততবির ও বিভিন্নভাবে মামলার রায় আমার পক্ষে নিয়ে চাকরিতে যোগদান করি।

আমি উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে উল্লেখ করছি যে, প্রথমে উক্ত যুগান্তর পত্রিকার সাংবাদিক আমার কাছে চাঁদা দাবি করে বলেন টাকা না দিলে তিনি আমার বিরুদ্ধে উল্টাপাল্টা নিউজ করবেন, আমি টাকা না দেয়ায় ভিত্তিহীন বিভিন্ন বিষয় উল্লেখ করে আমার নামে নিউজ করেন।

উক্ত প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়। আমি ১০ জনকে বদলি করেছি,জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে বদলি করার ক্ষমতা আমার আছে। আমি নাকি মামলার রায়কে আমার পক্ষে নিয়ে এসেছি, এটা কি সম্ভব? এমন কথা বলা কি বাংলাদেশের কোর্টকে, আইনকে অবমাননা করা নয়? আমি নাকি রাত ৩টা পর্যন্ত অফিস করি, এটাও কি সম্ভব। তারপর আমি নাকি ধূমপান করি, এসব কি ব্যাক্তিগত আক্রমণ নয়?

পরিশেষে, প্রকাশিত সংবাদের বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে