নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাছ চুরি মামলা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
প্রেস বিজ্ঞপ্তি
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর মৌজার একটি সরকারি খাস পুকুর লিজ গ্রহণকে কেন্দ্র করে এলাকার দুই মৎস্যজীবী সমবায় সমিতি লি.এর মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির উপর আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত পুকুর লিজ গ্রহণ, মাছ চাষ ও মাছ ধরার সাথে আমি কোনোভাবেই জড়িত নই। এরপরেও কুচক্রী মহলের মদতে আরেকটি মামলায় আমাকেও আসামী করে। যার কোনো ভিত্তি নেই। সেই মামলার সূত্রধরে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এমন মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।
নিবেদক
রেজাউল আশরাফ জিন্নাহ
উপজেলা চেয়ারম্যান
নন্দীগ্রাম উপজেলা, বগুড়া।