কাহালু (বগুড়া) প্রতিনিধি :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, আজকের এই বিজয় দিবসে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ৩০ জানুয়ারী কাহালু পৌর নির্বাচনে ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিতের জন্য সকলকে শপথ নিতে হবে। তিনি আরও বলেন, ধানের শীষ মানে খালেদা জিয়া, ধানের শীষ মানে তারেক রহমান, ধানের শীষ বিএনপি। বুধবার বগুড়ার কাহালু বিএনপির দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মালঞ্চা ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নেছার উদ্দিন, কাহালু পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন (বাদল), যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর ফেরদৌস আলম, বিএনপিনেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ,অধ্যক্ষ রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন আজাদ, প্রভাষক হাফিজার রহমান বাবু, ফরিদ ফকির, আব্দুল হান্নান, বিএনপিনেতা ও জামগ্রাম ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম (কামাল), বিএনপিনেতা রফিকুল ইসলাম ফজলু, আলহাজ্ব আব্দুল করিম, আবু তালেব, আমজাদ হোসেন, আলহাজ্ব আব্দুল মান্নান (ভাটা), কোরবান আলী, আব্দুর রশিদ, আবু তালেব সাকি, আব্দুর রশিদ (উজ্জল), আলহাজ্ব সৈয়দ খিজির হায়াত মুস, ইদ্রিস আলী, মোহাম্মাদ আলী ভূইয়া, সাইফুল ইসলাম, যুবদলনেতা জিল্লুর রহমান, আব্দুল মোমিন, পারভেজ আলম, খোকন খান, শাহিনুর ইসলাম, মিলন সরদার, মাসুদ ফকির, শামীম, করিম, আরিফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক মো. শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, উপজেলা শ্রমিকদলের আব্দুল মান্নান, পৌর শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ শাওন, ছাত্রদলনেত মোহাম্মাদ আলী সুমন, ফাহিম আহম্মেদ সুমন, সাব্বির আহম্মেদ, হাবিবুর রহমান হাবিব, রাকিব, হাসান, মোস্তফা আমীর রেদওয়ান স্বাধীন, আবু জ্বর আল গেফারী, নয়ন, আল আমিন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভার পূর্বে কাহালু উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে পুষ্পমাল্য অর্পন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে