পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) পেরুর রাজধানী লিমায় তার জীবনাবসান হয়। খবর রয়টার্সের।
মারিও বার্গাসের ছেলে খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক আলভারো বার্গাস য়োসা এক্স (সাবেক টুইটার) পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত সাহিত্যকর্মের স্রষ্টা মারিও বার্গাস য়োসাকে বিংশ শতাব্দীর লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। ২০১০ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
মারিও বার্গাস য়োসার সন্তানরা জানিয়েছেন, তাদের বাবার শেষকৃত্য পারিবারিকভাবেই সম্পন্ন করা হবে এবং কোনো প্রকার নাগরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।
বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ এবং কাব্যিক গদ্যের জাদুতে পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি পাঠকদের মুগ্ধ করে রেখেছিলেন। তার প্রয়াণ বিশ্ব সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি।