মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ:
১১জুলাই কলকাতার হাজরা মোড়ে প্রেট্রোল পাম্পের সন্নিকটে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তথা রান্নার গ্যাস সহ প্রেট্রোপণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে দূপুর একটা থেকে বিকেল পর্যন্ত প্রতিকী ট্যাবলো,ব্যানার,পোস্টার সহ অবস্থান বিক্ষোভ ও পথসভার আয়োজন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হয় পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েবকুপা।
সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন।
ওয়েবকুপার রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু বলেন,”সাম্প্রতিক বিধানসভা নির্বাচন প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কতখানি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন-‘আন্দোলন করে কি হবে,আন্দোলন করলে কি তেলের দাম কমবে?’ এই মন্তব্যের কটাক্ষ করে অধ্যাপিকা কৃষ্ণকলি বসু বলেন,”আন্দোলন করলে হয়তো তেলের দাম কমবে না,কিন্তু আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটবে এবং আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত প্রকৃত রাষ্ট্রনায়কের উত্থান হবে সেজন্য ২০২৪-এ প্রকৃত রাষ্ট্রনায়কের উত্থানের জন্য ওয়েবকুপার সমস্ত অধ্যাপক পথে নেমেছেন,পথে আছেন এবং আগামীতেও পথে থেকে তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা হিসেবে সমস্ত আন্দোলনে সামিল হবেন।”
তিনি আরো বলেন,কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপিত করার লক্ষ্যে দেশব্যাপী লড়াই আন্দোলনে ওয়েবকুপা সামিল হবে,এটা আমাদের শপথ,অঙ্গীকার ও প্রতিজ্ঞা।”
এবারের এই প্রতিবাদ কর্মসূচিতে অভিনব উদ্যোগ নেয় ওয়েবকুপা। কর্মসূচির প্রধান সূচক হিসেবে গরুর গাড়ির ৬টি মডেল করে গো-যানে সওয়ার হন ওয়েবকুপার যে সমস্ত অধ্যাপক তারা হলেন মনামী মুখার্জি, রমেশ বর্মণ,মিঠু রায়,সৌমেন মান্না, রিমা রায়,আলমগীর মিঞা।
এদিনের পথ সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত অধ্যাপক নেতৃত্ব বক্তব্য রাখেন তারা হলেন পৃথ্বীশ রায়, সুমন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ্ত মুখোপাধ্যায়, পলাশ বন্দোপাধ্যায়, সৌমিক সাহা, সুস্মিতা চক্রবর্তী, সৈকত মন্ডল, মণিকান্ত পারিয়া, সুজয় মন্ডল, সায়ন মুখার্জি প্রমুখ।
সবশেষে কবি, সাংবাদিক, অধ্যাপক মহীতোষ গায়েনের আবৃত্তি ও কবিতা পাঠ এবং সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে বিকেল ৪.১৫তে পথসভা ও প্রতিবাদ কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।