পুলোকিত জীবন
💊 প্রিয়
শুক্ল হাওয়ায় বিকশিত মন,
নিশ্চুপ আর্তনাদে পুলোকিত জীবন,
এক চিলতে রোদের আবরন,
মিছে মিছে করে দেয় ছন্দপতন।
অধাঁরের পথ মারিয়ে চলা আমি
বীভৎসতা কে করেছি আলিঙ্গন।
বাঁচতে শিখেছি অন্ধকারকে নিয়ে,
হয়ে উঠেছি তৃষ্ণপ্রিয় একজন।
যা অধরা তা আর চাইনা পেতে,
একচিলতে রোদ তুমি ফিরে যাও
আমার নিজের শহরে আমিই থাকবো,
মিছে মায়ায় জরানো থেকে আমায় মুক্তি দাও।