বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:
শনিবার গভীর রাতে কুলপি স্টেশনে ট্রেনের কামরা থেকে রেল পুলিশ রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করে।
গলায় ও শরীরের অন্যান্য স্থানে রক্তাক্ত জখম লক্ষ্য করা যায়। আহত ব্যক্তির নাম গোপাল দপ্তরী। রায়দীঘি বাজারে তার বড়ো মুদিখানা দোকান আছে। তিনি স্থানীয় বয়ারগদী গ্ৰামের বাসিন্দা। দোকানের দ্রব্য সামগ্রী কেনার জন্য এদিন তিনি কলকাতা গিয়েছিলেন। ট্রান্সপোর্টে মাল বুক করে তিনি রাতে বাড়ী ফেরার সময় শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরেন। কুলপি স্টেশনে এলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি রেল পুলিশের নজরে আসে। পুলিশ তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় কুলপি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ডায়মণ্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোন পুরনো শত্রুতা এধরণের ঘটনা সম্ভব বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। অনেকের মতে শাসক দলের তোলাবাজিতে সায় না থাকায় দলীয় দুস্কৃতিদের হাত থাকতে পারে। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না। ফেরার পথে কাছে টাকাপয়সা থাকবে না জানা সত্ত্বেও হঠাৎ এধরণের আক্রমণে অনেক প্রশ্ন উঠে আসে। পুলিশ সবদিক খতিয়ে দেখছে। এঘটনায় এখনও কাউকে গ্ৰেপ্তার করা সম্ভব না হলেও অপরধীরা শীঘ্রই ধরা পড়বে।