গোলাম রাব্বানী, পুঠিয়া,রাজশাহী:
পুঠিয়া পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আসন্ন পৌরসভার নির্বাচনের অন্যতম মেয়র প্রার্থী মোঃ ইব্রাহিম সরকার।
আসন্ন পুঠিয়া পৌরসভা নির্বাচন খুবই সন্নিকটে আর এরই মধ্যে বিভিন্ন প্রার্থীরা করছেন প্রচার প্রচারণা। আর এবারের  দূর্গা পূজা হয়ে উঠেছে পুঠিয়া পৌরসভা নির্বাচনের প্রচারণার অন্যতম একটি মাধ্যম। এরইমধ্যে সকল প্রার্থীরা পরিদর্শন করছেন পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মন্দির গুলো।
এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা থেকে পুঠিয়া পৌরসভার বেশ কয়েকটি মন্দিরে যেয়ে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন পুঠিয়া পৌরসভা নির্বাচনের অন্যতম মেয়র প্রার্থী মোঃ ইব্রাহিম সরকার।
পূজা মন্ডপ পরিদর্শন  কালে তিনি বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যাতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আরো জাঁকজমকপূর্ণভাবে করতে পারে সে ব্যবস্থা করবো। এর সাথে পুঠিয়া পৌরসভার সকল সমস্যা ও খুটিনাটি   বের করে একটি আধুনিক পৌরসভা সবাইকে উপহার দেবো।
পরিশেষে তিনি সকলের কাছে দোয়া এবং তার জন্য সমর্থন প্রত্যাশা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে