সানোয়ার আরিফ, রাজশাহী :
রাজশাহীর পুঠিয়া ও কাঁটাখালী পৌরসভার নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
পুঠিয়ায় রবিউল ইসলাম রবি ও কাঁটাখালি পৌরসভায় আব্বাস আলী।
তারা দুজনেই পৌরসভা দুটির বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেয়া হয়।
এ সভায় মোট ২৫টি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পুঠিয়া পৌরসভায় দলীয় মনোনয়ন পাওয়া রবিউল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি। আর কাঁটাখালী পৌরসভার আব্বাস আলী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক।
আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে রাজশাহী জেলার এ দুটিসহ দেশের ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। সবকটি পৌরসভায় ভোট হবে ইভিএমে। প্রসঙ্গত,কাঁটাখালীবাসীর আশা-ভরসার শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছেন আধুনিক কাঁটাখালী পৌরসভা গড়ার কারিগর মেয়র আব্বাস আলী। তাই এই পৌর নির্বাচনে আব্বাসকে প্রত্যাশা করছেন তারা।