গোলাম রাব্বানী, পুঠিয়া ,রাজশাহী প্রতিনিধি:
গত ১৯ সেপ্টেম্বরে পুঠিয়া ট্রাক অ্যাক্সিডেন্টে ছাগল মরায়, মোটরসাইকেল বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হতে হয়েছিল ড্রাইভার আবু তালেবকে। এরকম ঘৃণিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছিল পুঠিয়ার সর্বস্তরের জনসাধারণ তারই ধারাবাহিকতায় আজ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে,
রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান পুঠিয়ার ঝলমলিয়া এলাকার বাসিন্দা নিহত ট্রাক চালক আবু তালেব (৪০) এর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন। তিনি নিহত এই অসহায় পরিবার এর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি তাদের আশ্বস্ত করেন এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রুমানা আফরোজ, আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, এডভোকেট জমসেদ আলী, পুঠিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিব খান, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জিউপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিলন হোসাইন প্রমুখ।