পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
পুঠিয়ায় মোতালেব (৪২) নামের এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করা  হয়েছে। নিহত ট্রাক ড্রাইভার পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া ওয়ার্ডের ইব্রাহিম আলীর ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধা সাড়ে সাতটার সময় নিহত ট্রাক ড্রাইভার মোতালেব বাগমারা উপজেলা হতে ট্রাক চালিয়ে পুঠিয়া উপজেলার দিকে আসছিল। ট্রাকটি তাহেরপুর হাট পার হওয়ার সময় একটি খাসি তার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এসময় দশ থেকে বারো জন মোটরসাইকেল বাহিনী ট্রাকটিকে ধাওয়া করে।
ধাওয়া খেয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুঠিয়া উপজেলার বাসুপাড়া নামক স্থানে মোটরসাইকেল বাহিনী ট্রাকটি আটক করে ট্রাক ড্রাইভার মোতালেবকে বেধড়ক মারপিট শুরু করে। তাদের মারপিটে মোতালেব গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে।
পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবগত রাত্রি ৩টার সময় মোতালেব মারা যায়।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে তারা অতি দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম জানান, এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। ট্রাক ভাইভার মোতাবেলের লাশ ময়না তদন্তের জন্য (রামেক) হাসপাতালে প্রেরণ করা হবে এবং মামালা আসামিদের আটকের অভিযান পরিচালনা করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে