গোলাম রাব্বানী, পুঠিয়া,রাজশাহী:
রাজশাহীর পুঠিয়া উপজেলাতে জিউপাড়া মীর ওসমান আলী সরঃ প্রাঃ বিদ্যালয় এ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি ২০২০ ইং এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ নাজমুল হোসেন। উক্ত অনুষ্ঠান এ প্রধান অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন মোঃ জালাল উদ্দিন , সাধারণ সম্পাদক, নাটোর রেডক্রিসেন্ট ইউনিট। বিশেষ অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন মোঃ রাকিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলোর মিছিল সেবা ফাউন্ডেশন। শ্রী নারায়ন সরকার, ব্যবস্থাপক ধানসিঁড়ি রক্তদান সংস্থা। মোঃ কামরুল ইসলাম (মিঠু), প্রভাষক, পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রি কলেজ। এছাড়াও আরো উপস্থিতি ছিলেন আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর সকল সদস্য ও রেডক্রিসেন্ট ব্লাড ব্যাংক এর সকল টীম।
উক্ত অনুষ্ঠানে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৫ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান ও ২৫০ জন ব্লাড গ্রুপিং করানো হয়।
অনুষ্ঠানটির সহযোগীতায় ছিলেন রেডক্রিসেন্ট ব্লাড ব্যাংক নাটোর।